সাধারণভাবে 10 কিলোমিটার বা তার থেকে কম দূরত্বের বেশকিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে । ল্যান সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বড় অফিস বিল্ডিং এ স্কুল কলেজের ক্যাম্পাসে একটি নেটওয়ার্ক অনেকে ব্যবহার করার জন্য। কোন ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইস কে অনেক সংখ্যক ব্যবহারকারী যাতে একসাথে ব্যবহার করতে পারে তার জন্যও ল্যান এর ব্যবহার হয় ।
লেনের সর্বোচ্চ এরিয়া কত ?
ল্যান ব্যবহার করে সর্বোচ্চ 10 কিলোমিটার এরিয়া পর্যন্ত নেটওয়ার্ক শেয়ার করা সম্ভব।

ল্যান কেন ব্যবহৃত হয় ?
ছোট দূরত্বে কোন সিকিউর নেটওয়ার্কে তার ব্যবহারকারী পর্যন্তপৌঁছানোর জন্যই মূলত ল্যান এর ব্যবহার হয় ।